kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

নৌবাহিনী প্রধানের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনবনিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান গতকাল মঙ্গলবার নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান নৌ সদরে এসে পৌঁছলে নৌবাহিনী প্রধান তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে নৌবাহিনীর চৌকস কন্টিনজেন্ট বিমানবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় এবং কিছু সময় অতিবাহিত করেন।

গত ১২ জুন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।সাতদিনের সেরা