kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

ভূমিকম্প নিয়ে কালের কণ্ঠ-ব্র্যাক গোলটেবিল কাল

নিজস্ব প্রতিবেদক   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকালের কণ্ঠ ও ব্র্যাক যৌথ উদ্যোগে ‘ভূমিকম্পের ঝুঁকি ও প্রস্তুতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে। আগামীকাল বুধবার সকাল ১১টায় কালের কণ্ঠ’র ইডাব্লিউএমজিএল সম্মেলনকক্ষে এ বৈঠক হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কালের কণ্ঠ সম্পাদক ও ইডাব্লিউএমজিএল পরিচালক ইমদাদুল হক মিলন। আলোচনায় অংশ নেবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. সাজ্জাদ হোসাইন, আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক সামছুদ্দিন আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক তাহমিদ এম আল হোসাইনি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের অধ্যাপক ড. রওশন আরা, ব্র্যাকের হিউম্যানিটারিয়ান প্রগ্রামের পরিচালক সাজেদুল হাসান, ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর খুরশিদ আলম, ইউএন উইমেনের প্রগ্রাম স্পেশালিস্ট দিলরুবা হায়দার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম, রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি ডিরেক্টর অ্যান্ড প্রগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন প্রমুখ।