kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

বরিশালে বাসদের কর্মসূচিতে আ. লীগের হামলা

বরিশাল অফিস   

১৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশাল নগরীতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বিক্ষোভ মিছিলে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। নগরীর রূপাতলী বাস টার্মিনালসংলগ্ন গোলচত্বরে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সড়ক সংস্কারের দাবিতে সমাবেশে এই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ করবে বাসদ। জেলা বাসদের সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তী জানান, রূপাতলী-সাগরদী এলাকায় সড়ক ও ড্রেন সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে তাঁদের কর্মসূচি পূর্বঘোষিত ছিল। সমাবেশ শুরুর পর মনির মোল্লার নেতৃত্বে ১০-১২ জন এসে হামলা করে এবং ব্যানার কেড়ে নেয়। তিনি দাবি করেছেন, হামলায় বাসদের ছাত্র সংগঠন ছাত্রফ্রন্টের কর্মী সাইফুল ও শ্রমিক সংগঠন শ্রমিকফ্রন্টের কর্মী শহিদুল ইসলামসহ ১০ জন আহত হয়েছেন। হামলা উপেক্ষা করে নেতাকর্মীরা পরে সমাবেশ ও বিক্ষোভ করেছেন।

হামলার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা মনির মোল্লা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সড়কটির সংস্কারকাজ উদ্বোধন করেছেন মেয়র। কিছুদিন পর কাজ শুরু হবে। সেই কারণে বাসদ নেতাকর্মীদের সমাবেশ না করতে বলেছিলাম।’