kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

যেখানে-সেখানে কোরবানির পশুর হাট নয়

নিজস্ব প্রতিবেদক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযেখানে-সেখানে কোরবানির পশুর হাট নয়

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ যে স্থান নির্ধারণ করে দেবে, শুধু সেখানেই কোরবানির পশুর হাট বসানো যাবে। এর বাইরে পশুর হাট বসানো যাবে না। ঈদুল আজহা উপলক্ষে গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনলাইনে আয়োজিত আন্ত মন্ত্রণালয়ের এক সভায় তিনি এ কথা বলেন। কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পশু জবাইকরণ এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি পর্যালোচনা করতে এই সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘কর্তৃপক্ষ যে স্থান নির্ধারণ করবে, শুধু সেখানেই পশুর হাট বসানো এবং পশু জবাই করা যাবে। এর বাইরে কোরবানির পশুর হাট ও পশু জবাই করতে দেওয়া হবে না। শহর-নগর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকাবাসীর সুবিধার কথা ভেবে স্থান নির্ধারণ করবে।’ মন্ত্রী বলেন, ‘অনেক সড়ক-মহাসড়ক ও রেললাইনের ওপর কোরবানির পশুর হাট বসানো হয়। কর্তৃপক্ষ এসব জায়গায় হাট বসানোর ইজারা দেয় না। কিন্তু অবৈধভাবে এসব জায়গায় পশুর হাট বসানো হয়। রাস্তার ওপর পশুর হাট বসানো অবশ্যই বন্ধ করতে হবে।’সাতদিনের সেরা