kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

‘মহামারি বিবেচনা করে নেওয়া হবে ইউপি নির্বাচন’

মাদারীপুর প্রতিনিধি   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল রবিবার মাদারীপুরে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময়সভায় কে এম নুরুল হুদা বলেন, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচন করছি। যেসব এলাকায় করোনা সংক্রমণ বেশি, সেসব এলাকায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মাদারীপুরে করোনা সংক্রমণের হার কম। এ জন্য মাদারীপুরে নির্বাচন হবে।’ তিনি আরো বলেন, ‘ভোটারদের মধ্যে ইভিএমের জনপ্রিয়তা বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনপ্রতিনিধিরাও এর পক্ষে।’ মাদারীপুরের শিবচর উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ২১ জুন ভোট হওয়ার কথা রয়েছে।