kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

সমরেশ মজুমদার হাসপাতালে

কালের কণ্ঠ ডেস্ক   

১৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসমরেশ মজুমদার হাসপাতালে

শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সাহিত্যিক সমরেশ মজুমদার। আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। শ্বাসকষ্টের জন্য প্রয়োজনে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে। দরকার হচ্ছে অক্সিজেনেরও। সে ক্ষেত্রে মিনিটে চার লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৭৯ বছর বয়স হয়েছে দুই বাংলায় জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদারের। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসনালিতে সংক্রমণ এবং ফুসফুসের সমস্যা রয়েছে তাঁর। এর জেরেই শ্বাসকষ্ট হয়। সংক্রমণের গতি-প্রকৃতি বুঝতে একাধিক পরীক্ষা করে দেখেছেন চিকিৎসকরা। তাতে এখনো পর্যন্ত কোনো অবনতি দেখা যায়নি। সাহিত্যিক করোনায় আক্রান্ত কি না, দেখতে পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল শনিবার নতুন করে তাঁর অবস্থার কোনো অবনতি হয়নি। লেখকের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।সাতদিনের সেরা