kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ নিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক   

৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ নিয়েছে বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে আওয়ামী লীগ সমুচিত জবাব দিবে রাজপথে।’ তিনি গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। লকডাউনের আওতাধীন জেলাগুলোতে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম ও সংসদ সদস্য নুরুল আমিন রুহুল প্রমুখ।

অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিএনপি শুধু মুখেই বলে, বাস্তবে জনগণের জন্য কিছুই করে না।’

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন কোন বছর হবে? দেখতে দেখতে একযুগ পার হয়ে গেলেও জনগণ তাদের আন্দোলন আর দেখলো না।’সাতদিনের সেরা