kalerkantho

রবিবার । ৮ কার্তিক ১৪২৮। ২৪ অক্টোবর ২০২১। ১৬ রবিউল আউয়াল ১৪৪৩

পাশে দাঁড়াল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে এক কাঁচাবাজারের পাশে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক মানসিক ভারসাম্যহীন নারী। তাঁকে দেখে এগিয়ে আসেন এক বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী। তিনি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দেন। তাত্ক্ষণিকভাবে পুলিশ ওই অসুস্থ নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন।

গত সোমবার চট্টগ্রামের হালিশহর থানার নয়াবাজার কাঁচাবাজারে সামনে এই ঘটনা ঘটে। ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ওই নারীকে উদ্ধার করে ব্র্যাক মেটার্নিটি সেন্টারে নিয়ে যায়। সেখানে ওই নারী পুত্রসন্তান প্রসব করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। ওই নবজাতককে লালন পালনের জন্য সাময়িকভাবে এক দম্পতির কাছে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ গণমাধ্যমকে এ তথ্য জানান।

আবদুর রউফ আরো জানান, নবজাতককে স্থানীয় এক দম্পতির জিম্মায় সাময়িকভাবে রাখা হয়েছে। এই বিষয়ে আদালতকে অবহিত করার পর আদালতের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।সাতদিনের সেরা