kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

আগস্টের মধ্যে সরকারি বেতন চান শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক   

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী আগস্ট মাসের মধ্যে সরকারি বেতন চান রাষ্ট্রীয় করা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রবিবার রাজধানীতে নতুন সরকারীকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির এক সভায় এই দাবি জানানো হয়।

সমিতির আহ্বায়ক মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হচ্ছে, বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত সব শিক্ষক-কর্মচারীকে স্বপদে আত্তীকরণ, প্রথম এমপিওভুক্তির তারিখ থেকে অভিজ্ঞতা গণনা, রাষ্ট্রীয় করার দিন  থেকে যাঁদের বয়স ৫৯ বছর পার হয়নি তাঁদের ভূতাপেক্ষ নিয়োগ, আত্তীকৃত বিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান শিক্ষককে স্বপদে বহাল রাখা, উচ্চতর শিক্ষা গ্রহণকারীদের সনদ বিবেচনায় নেওয়া এবং ভোকেশনাল ও বিএম শাখার শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণে অন্তর্ভুক্ত করা।

সভায় সব শিক্ষক-কর্মচারীকে স্বপদে বহাল রেখে আগস্ট মাসের মধ্যে অ্যাডহক নিয়োগ ও সরকারি বেতনপ্রাপ্তির বিষয়ে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।সাতদিনের সেরা