kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বিনা নোটিশে

নিজস্ব প্রতিবেদক   

৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধ দখলদার উচ্ছেদ করা হবে বিনা নোটিশে

রাজধানীর অবৈধ দখলদারদের উচ্ছেদের আগে আর কোনো নোটিশ ইস্যু করা হবে না। বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম গতকাল বুধবার মিরপুর-১৪ নম্বরে বাউনিয়া খালের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিদর্শনকালে এই হুঁশিয়ারি দিয়েছেন। ডিএনসিসি মেয়র বলেন, বাউনিয়া খালটি ৬০ ফুট প্রশস্ত। অথচ বাস্তবে তা নেই। এর আগে একাধিকবার চেষ্টা করেও খালটি উদ্ধার করা যায়নি। তাই আজ (গতকাল) বিনা নোটিশেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নগরীর খাল ও নদীগুলো উদ্ধার করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। তাই যারা অবৈধভাবে খাল ও নদী দখল করে স্থাপনা নির্মাণ করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এ সময় মেয়র অবৈধ দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।সাতদিনের সেরা