kalerkantho

শুক্রবার । ৭ মাঘ ১৪২৮। ২১ জানুয়ারি ২০২২। ১৭ জমাদিউস সানি ১৪৪৩

কাপাসিয়ায় ডাকাত-পুলিশ গোলাগুলি

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর   

২০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী গ্রামে পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শকসহ দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোলাগুলির এই ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ একজনসহ তিন ডাকাতকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

আহত কাপাসিয়া থানার এএসআই জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটক ডাকাতরা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার বাটগাঁও গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সেলিম হোসেন (২৪), কাপাসিয়া উপজেলার খিরাটী মধ্যপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে হাবিবুর (৩৩) ও খিরাটী গ্রামের মোস্তফা পালোয়ানের ছেলে সুমন পালোয়ান (২৩)।সাতদিনের সেরা