kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

আরো ৩৮ মৃত্যু শনাক্ত ১,৫১৪

নিজস্ব প্রতিবেদক   

১১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো ৩৮ মৃত্যু শনাক্ত ১,৫১৪

আগের দিন করোনায় ৫৬ জনের মৃত্যু হলেও গতকাল সোমবার তা নেমে এসেছে ৩৮ জনে। তবে আগের দিনের চেয়ে গতকাল শনাক্ত বেড়ে হয়েছে এক হাজার ৫১৪ জন। সুস্থ হয়েছে দুই হাজার ১১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে এসব তথ্য জানানো হয়। তথ্যানুসারে সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে সাত লাখ ৭৫ হাজার ২৭ জন। মারা গেছে ১১ হাজার ৯৭২ জন, সুস্থ হয়েছে সাত লাখ ১২ হাজার ২৭৭ জন। দৈনিক শনাক্তের হার ৮.৯১ শতাংশ, মোট শনাক্তের হার ১৩.৭২ শতাংশ। সুস্থতার হার ৯১.৯০ শতাংশ, মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৩ জন। তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন, ষাটোর্ধ্ব ২৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের দুজন, সিলেট বিভাগের তিনজন এবং রংপুর বিভাগের একজন।