kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

জাম্বিয়ায় সেনাপ্রধান জেনারেল আজিজকে লালগালিচা সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   

৫ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাম্বিয়ায় সেনাপ্রধান জেনারেল আজিজকে লালগালিচা সংবর্ধনা

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে গত সোমবার লালগালিচা সংবর্ধনা দেয় জাম্বিয়ার সেনা ও বিমানবাহিনীর দুটি চৌকস দল। ছবি : আইএসপিআর

জাম্বিয়া সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে সে দেশের সেনাবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার তিনি জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। এ ছাড়া সে দেশের সেনা সদর দপ্তরে দেশটির আর্মি কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়ম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল জেনারেল আজিজ আহমেদের জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস কমান্ড্যান্টের সঙ্গে সাক্ষাতের কথা ছিল।  

সেনাবাহিনী প্রধান জাম্বিয়ার আর্মি কমান্ডারের আমন্ত্রণে বর্তমানে সেখানে অবস্থান করছেন। আগামীকাল বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আইএসপিআর জানায়, জাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে বলেন, তাঁরা বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী।

পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দপ্তরে জাম্বিয়ার আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেনারেল সিকাজওয়ে জেনারেল আজিজ আহমেদের প্রতি তাঁর আমন্ত্রণ গ্রহণ এবং উভয় সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময় সুসংহত করার এবং জাতিসংঘের শান্তি রক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) প্রগ্রাম পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় অন অ্যারাইভাল ভিসার বিষয়টিও তুলে ধরেন এবং জেনারেল সিকাজওয়ে আশ্বাস দেন যে এটিকে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

ওই দিন বিকেলে জেনারেল আজিজ আহমেদ বিমানবাহিনীর সদর দপ্তরে জাম্বিয়া এয়ারফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মেজর জেনারেল কালিন্দা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।