মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান ও সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি সম্ভাব্য সব ধরনের আহ্বান জানাতে জাতিসংঘকে চিঠি দিয়েছে আটটি মানবাধিকার সংস্থা। গতকাল সোমবার বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবসে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেটকে তারা ওই চিঠি পাঠিয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ইইউ ডেলিগেশনের প্রধান রেঞ্চা টিয়েরিংক, ইইউয়ের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত অ্যামন গিলমোর, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার ম্যারি ললোর এবং জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার আইরিন খানকে। চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ), কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস কমিশন, ফোরাম এশিয়া ও এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিজ-অ্যাপিয়ারেন্স।
বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘকে আট সংস্থার চিঠি
মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে উদ্যোগ নিন
নিজস্ব প্রতিবেদক

চিঠিতে ওই মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে, বাংলাদেশ সরকার গণমাধ্যমের স্বাধীনতার ওপর ক্রমেই সহিংস পীড়ন চালাচ্ছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এটি জরুরি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং কার্টুনিস্ট আহমেদ কিশোরকে নির্যাতন নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেটের গত মার্চ মাসের বিবৃতিকে মানবাধিকার সংগঠনগুলো স্বাগত জানায়। ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলো গণমাধ্যমের ওপর অব্যাহত আক্রমণের কথাও তুলে ধরেন।
মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে গণমাধ্যম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়। চিঠিতে তারা উল্লেখ করেছে, সাত বছর আগে জাতিসংঘের বিশেষ দূতরা সংবাদপত্র ও টেলিভিশনের কর্মকাণ্ড ব্যাহত করা নিয়ে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফেরার পর থেকে গণমাধ্যমের প্রতি আরো কঠোর অবস্থান নিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, সরকারের সমালোচনা করে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে গণমাধ্যম ও সম্পাদকদের ব্যাপক নিপীড়নের শিকার হতে হয়।
সম্পর্কিত খবর

ভুয়া স্বাক্ষর ও প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, কুচক্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। কিন্তু ফেসবুকে পোস্ট করা প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা কলেজিয়েট স্কুলের স্থাপনা ভাঙায় দুঃখ প্রকাশ অর্থ উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক

১৯০ বছরের ঐহিত্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের পুরনো ভবন ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, স্কুলের বিল্ডিং ভেঙে না ফেলে হেরিটেজ আকারে রাখা যেত। গতকাল শুক্রবার সকালে ঢাকা কলেজিয়েট স্কুলের ১৯০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভেঙে ফেলা হয়েছে, এখন আর কিছু করার নেই।

সংক্ষিপ্ত
হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দীন উমরের শারীরিক উন্নতি
নিজেস্ব প্রতিবেদক

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এ তথ্য জানান। ফয়জুল হাকিম বলেন, ‘গত ২২ জুলাই ভোর ৫টার দিকে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপজনিত কারণে বদরুদ্দীন উমরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। ছবি : কালের কণ্ঠ
।