kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

ডিএনসিসি হাসপাতালে সেবায় নিয়োজিত ৩০ আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা বিশেষায়িত হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩০ জন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট করোনা রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন।

সম্প্রতি করোনা রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত এ হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য গত ১ মে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্ব-উদ্যোগে এ ৩০ জনকে যুক্ত করা হয়। এর আগে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টরা ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এক বছরমেয়াদি প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ চলাকালে করোনা রোগীসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার প্রশিক্ষণ গ্রহণ করেন। গতকাল সোমবার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যসহ জানানো হয়।