পাহাড়ে পানিসংকট নিরসনে প্রাকৃতিক বন-সম্পদ রক্ষা ও সম্প্রসারণে সরকারের উদ্যোগ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনরা। গতকাল সোমবার ‘পানিসংকটে জুম পাহাড়ের মানুষ’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে অংশ নিয়ে তাঁরা পাহাড়ে পানির উৎস ঝরনা, ছড়া ও ঝিরিগুলো সুরক্ষায় তালিকা তৈরি করে সেগুলো সরকারি ব্যবস্থাপনার অধীনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আইপিনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক আন্তোনি রেমার সঞ্চালনায় ভার্চুয়াল সংলাপে অংশ নেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, খাগড়াছড়ি পার্বত্য জেলার উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ, বান্দরবানের সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুরাগ চাকমা, রাঙামাটির মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, বান্দরবানের উন্নয়ন সংস্থা হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং মারমা, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রগ্রাম ম্যানেজার জাহেদ হাসান প্রমুখ।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানি যেখানে থাকবে না, সেখানে জীবন থাকবে না।