করোনা মহামারির কারণে আটকে গেছে উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণে নেওয়া মেগাপ্রকল্পের কাজ। চলতি অর্থবছরে কাজ শুরু কথা থাকলেও আট হাজার কোটি টাকার মেগাপ্রকল্প এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। বরং প্রকল্পের বিভিন্ন খাতে বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। আবার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো জরুরি ভিত্তিতে সংস্কার না করলে বর্ষা মৌসুমে ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
টেকসই বেড়িবাঁধ নির্মাণ
করোনায় ঝুলে গেছে প্রকল্প আতঙ্কে উপকূলবাসী
নিখিল ভদ্র

সারা দেশে ১৭ হাজার ৭০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে সাত হাজার কিলোমিটার বেড়িবাঁধ উপকূলীয় এলাকায়। এই বেড়িবাঁধের সক্ষমতার ওপর উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। ষাটের দশকে নির্মিত উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বেশির ভাগই নাজুক হয়ে পড়েছে।
গত বছরের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফান, ২০১৯ সালের ১১ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুল, ২০০৯ সালে আইলা, ২০০৭ সালে সিডর, ২০১৬ সালের রোয়ানু, ২০১৫ সালে কোমেন, ২০১৩ সালে মহাসেন, ২০১৯ সালে বিজলি, ২০০৮ সালে রেশমি ইত্যাদি উপকূলীয় এলাকায় আঘাত হানে।
ভুক্তভোগীরা জানান, প্রায় সব বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে উপকূলের বিভিন্ন জনপদ ভেসে যায়। বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।
পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ সংস্কারে বর্তমানে শতাধিক প্রকল্প বাস্তবায়নাধীন। তবে খুলনা-সাতক্ষীরা অঞ্চলের চারটি মেগাপ্রকল্প এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুলনার ১৪ নম্বর পোল্ডারে ৯৫৭ কোটি ৩৮ লাখ টাকা, ৩১ নম্বর পোল্ডারে এক হাজার ২০১ কোটি ১২ লাখ টাকা, সাতক্ষীরার ৫ নম্বর পোল্ডারে তিন হাজার ৬৭৪ কোটি তিন লাখ টাকা এবং ১৫ নম্বর পোল্ডারে ৯৯৭ কোটি ৭৮ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলোর বিষয়ে পরিকল্পনা কমিশন থেকে কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ব্যাখ্যা দেওয়ার পর প্রকল্পগুলো চূড়ান্ত করে একনেক সভায় তোলা হবে।’ চলতি বছরেই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে, মেগাপ্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রাখার সুযোগ নেই বলে দাবি করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস। তিনি জানান, বর্ষার আগে ওই প্রকল্পের কাজ শুরু করা অসম্ভব। কিন্তু পানির চাপ ও বাতাসের গতিবেগ বাড়লে সাতক্ষীরার ৫ ও ১৫ নম্বর পোল্ডার দুটির বিভিন্ন অংশ পাশের খোলপেটুয়া, কপোতাক্ষ ও আড়পাঙ্গাশিয়া নদ-নদীতে ধসে পড়বে। ৫ নম্বর পোল্ডারের ঝাঁপালি ও ঘোলা এলাকার ৯৫০ মিটার অংশ যেকোনো মুহূর্তে বিলীন হতে পারে। এ ছাড়া পশ্চিম দুর্গাবাটি, কৈখালী, কালিঞ্চির, সিংহতলী, কদমতলা, দাঁতনেখালী ও বিড়ালাক্ষীর বাঁধও বিলীনের অপেক্ষায়। অন্যদিকে ১৫ নম্বর পোল্ডারের চকবারা, কালীবাড়ি, গাবুরা, পার্শ্বেমারি ও জেলেখালী অংশের বাঁধ মারাত্মক ভাঙনের মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী এ কে এম ওয়াহিদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি এবং খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার উপকূলীয় বাঁধের সংস্কারকাজ চলমান। উপকূলের অন্যান্য এলাকায় টেকসই বাঁধ নির্মাণে বিশ্বব্যাংক, জাইকাসহ দাতাসংস্থাগুলোর সঙ্গে অর্থায়নের বিষয়ে কাজ চলছে। এ ছাড়া বর্ষা মৌসুমে জরুরি প্রয়োজনে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সংস্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর

ভিডিও বার্তায় আসিফ নজরুল
বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেবে মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল দেশটি এই ঘোষণা দেয়। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের যে শ্রমিক ভাই-বোনরা আছেন, তাঁদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে ঘোষণা দিয়েছে।

‘সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি’ ভাঙা নিয়ে বিতর্ক
- পুনর্নির্মাণে সহযোগিতা করতে চায় ভারত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহ শহরের প্রায় ২০০ বছরের পুরনো বাড়ি ভেঙে শিশু একাডেমি ভবন নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে দাবি করেছেন, বাড়িটি প্রখ্যাত লেখক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের।
বাড়িটি ভাঙার বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, এ সম্পর্কে তথ্য চেয়ে তিনি জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তিনি জানান, এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এবং সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নিবাস ছিল বলে তিনি বইয়ে জেনেছেন।
এদিকে গত রাতে জেলা প্রশাসক মো. মুফিদুল হক ঘটনাস্থলে বাড়িটির প্রকৃত মালিকের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় তিনি ময়মনসিংহের স্থানীয় একাধিক বিশিষ্টজনের সঙ্গে কথা বলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরনো এই ভবন একসময় শিশু একাডেমিরই অফিস ছিল। প্রায় ১০/১৫ বছর আগে ভবনটির দুরবস্থার জন্য শিশু একাডেমির অফিস এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ভবনটি পুরোপুরি বিধ্বস্ত ছিল। সম্প্রতি ভবনটি ভেঙে এখানে নতুন ভবন নির্মাণের সিদ্বান্ত নেয় শিশু একাডেমি।

মহাখালীতে পথশিশু ধর্ষণ মূল অভিযুক্ত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় ৯ বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে। গত সোমবার রাতে মহাখালী ক্যান্সার হাসপাতালের পেছনে শিশুটি ধর্ষণের শিকার হয়। রাতেই তাকে ওসিসিতে আনা হয়।

সংক্ষিপ্ত
নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) ৫১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব ও কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেনকে বদলি করা হলেও তাঁদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।