kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

চট্টগ্রামে শনাক্ত ৫০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে শনাক্ত ৫০ হাজার ছাড়াল

চট্টগ্রামে গত ৪৮ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত ৫০ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় আটজন মারা গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৮ জনের। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের করোনা দৈনিক তথ্য পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের। মৃত্যুবরণ করেছে নগর ও জেলায় দুজন করে। এর আগের ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছিল ১৮৫ জনের। এ সময় নগরে চারজন মারা গেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজার ১৭৪ জনের।সাতদিনের সেরা