kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

কারাগারে বন্দি মারা যাওয়ায় ফখরুলের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক   

৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকারাগারে করোনায় আক্রান্ত হয়ে এক বন্দি মারা যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে করোনাকালে আদালতের কার্যক্রম বাড়াতে অধিক সংখ্যক বেঞ্চ গঠন করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, কারাগারে বন্দিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। একই সঙ্গে একজন বন্দি মারা যাওয়ার খবরও প্রকাশিত হয়েছে। এতে করে বন্দি ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কারাগারে চিকিৎসাব্যবস্থা অপ্রতুল ও নাজুক। এ অবস্থায় সেখানে করোনার বিস্তার ঘটলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। বিএনপি মহাসচিব আরো বলেন, ‘সারা দেশে কারাগারগুলোতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। এ অবস্থায় চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত আসামি ছাড়া রাজনৈতিক কারণে যাঁরা বন্দি, তাঁদের মানবিক বিবেচনায় জামিনের বিষয়টি দেখার জন্য সরকারকে অনুরোধ জানাই।’সাতদিনের সেরা