kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

অভিনেতা তাবিবুল ইসলাম বাবু সমাহিত

নিজস্ব প্রতিবেদক   

২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের গ্রুপ থিয়েটার আন্দোলনের কর্মী, মঞ্চ অভিনেতা ও নাট্যনির্দেশক তাবিবুল ইসলাম বাবুকে (৭৭) গতকাল শনিবার রায়ের বাজার কবরস্থানে সমাহিত করা হয়েছে। ধানমণ্ডির ৭ নম্বর রোড মসজিদে তাঁর জানাজা হয়। তিনি করোনাক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান। তাবিবুর রহমান বাবু ১৯৪৪ সালের ২৮ ডিসেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। বেশির ভাগ সময় ঢাকার মঞ্চ নাটকে পার করেছেন তিনি। অভিনয় করেছেন টেলিভিশন ও সিনেমায়। তাঁর অভিনীত মঞ্চ নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ক্ষত বিক্ষত’, ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘শেষ রক্ষা’, ‘দুই বোন’ প্রভৃতি। ১৯৯৫ সালে ‘নাট্যজন’ নামে নতুন একটি দল গঠন করেছিলেন তিনি। এই দলে তাঁর নির্দেশনায় ‘তেভাগার পালা’ নাটকটি বিশেষভাবে সমাদৃত হয়। তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবন ঢুলি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।