kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

বিমানবন্দরে অস্ত্র গুলিসহ চিকিৎসক দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে লাগেজের ভেতর থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ এক চিকিৎসক দম্পতি মাহিনুর তানজান ও মোসাইদ রহমানকে আটক করা হয়েছে। ঘোষণা না দিয়ে বিমানবন্দরে গুলি নিয়ে প্রবেশ করায় তাঁদের আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। সকাল ৯টার ইউএস বাংলার একটি ফ্লাইটে তাঁদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল।সাতদিনের সেরা