kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

ইফতারসামগ্রী ও মাস্ক বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) ও বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইফতারসামগ্রী ও মাস্ক বিতরণ

দিনাজপুরে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক প্রচার এবং মাস্ক বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের সিঅ্যান্ডবি মোড়ে শুভসংঘ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী মকিদ হায়দার শিপন, শুভসংঘ জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, সহসভাপতি মোসাদ্দেক হোসেন, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি রশিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, জেলা শাখার ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, প্রচার সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, সদস্য গোলাপ হোসেন প্রমুখ। এ ছাড়া চট্টগ্রামের বোয়ালখালীতে অসহায় দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে শুভসংঘ। গতকাল বিকেলে উপজেলা চত্বরে এই ইফতারসামগ্রী বিতরণ করেন শুভসংঘ উপজেলা শাখার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের সভাপতি এস এম মিজানুর রহমান, সাংবাদিক শাহিনুর কিবরিয়া মাসুদ, কালের কণ্ঠ’র বোয়ালখালী প্রতিনিধি কাজী আয়েশা ফারজানা, শুভসংঘের সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।