kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

সংক্ষিপ্ত

দুই হেফাজতকর্মী গ্রেপ্তার মোল্লাহাটে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি   

২১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হেফাজত কর্মীদের হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে মোল্লাহাট থানার এসআই মো. শাহিনুর রহমান গোলদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককের নিকটাত্মীয় আব্দুল্লাহ খন্দোকারকে প্রধান আসামি করা হয়েছে। ওই রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকান্দি গ্রামের রাকিন সরদার ও ত্রাণ মোল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, হেফাজত নেতা মামুনুল হকের নানাবাড়ি মোল্লাহাটের উদয়পুর গ্রামে। গত ২২ মার্চ তিনি মোল্লাহাটের উদয়পুর গ্রামে একটি মহিলা মাদরাসার বার্ষিক অনুষ্ঠানে যোগদান করেছিলেন। এখানে তাঁর কিছু অনুসারী রয়েছে। হেফাজত নেতা মামুনুলকে গ্রেপ্তারের প্রতিবাদে গত সোমবার সকাল পৌনে ১১টার দিকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল হেফাজত কর্মীরা। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে। এতে মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবিরসহ অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।সাতদিনের সেরা