kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক   

১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের মৃত্যুবার্ষিকী আজ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা এবং বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। তিনি দেশের অন্যতম সংবিধান প্রণেতা ও প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের সহধর্মিণী।

গত বছর ১৮ এপ্রিল ৮৬ বছর বয়সে জাহানারা হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন। ওই রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক ২০০২ সালের ২৮ অক্টোবর ইন্তেকাল করেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে তাঁর ছোট ছেলে আরিফুল হক রনি চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে মারা যান। ২০১৮ সালের  ১৫ জুলাই তাঁর একমাত্র মেয়ে সায়মা ইসলাম ৬৫ বছর বয়সে মারা যান।