ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

বাংলাদেশের মহীসোপান দাবিতে ভারতের আপত্তি

কূটনৈতিক প্রতিবেদক
কূটনৈতিক প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশের মহীসোপান দাবিতে ভারতের আপত্তি

বঙ্গোপসাগরের মহীসোপানে বাংলাদেশের দাবির ওপর আপত্তি জানিয়েছে ভারত। গত শুক্রবার (১৬ এপ্রিল) জাতিসংঘের মহীসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে ভারত ওই আপত্তি জানায়। ভারত বাংলাদেশের দাবি বিবেচনায় না নেওয়ার জন্য কমিশনকে অনুরোধ জানিয়েছে।

জানা গেছে, এর আগে মিয়ানমার গত জানুয়ারি মাসে বাংলাদেশের দাবির প্রতি তাদের পর্যবেক্ষণ দিয়েছে।

উল্লেখ্য, রীতি অনুযায়ী এক পক্ষ দাবি জানানোর পর সংশ্লিষ্ট অন্য পক্ষগুলো ওই দাবির বিষয়ে আপত্তি ও পর্যবেক্ষণ যুক্তিসহ তুলে ধরে। দুই প্রতিবেশীর বিরোধিতার কারণে মহীসোপানের জটিলতা মেটানো সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ ২০১১ সালে মহীসোপানের (সমুদ্রে নিমজ্জিত ১০০ মিটার পর্যন্ত মহাদেশীয় প্রান্তভাগ) দাবি জানিয়ে জাতিসংঘে আবেদন করে। গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ সংশোধিত আবেদন জমা দেয়।

গত শুক্রবার জাতিসংঘের সিএলসিএস ওয়েবসাইটে প্রকাশিত ভারতের আপত্তিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ভূখণ্ডের যে ‘বেসলাইনের’ ওপর ভিত্তি করে মহীসোপান নির্ধারণ করেছে, সেটির মাধ্যমে ভারতের মহীসোপানের একটি অংশ দাবি করছে বাংলাদেশ। এ ছাড়া বঙ্গোপসাগরে যে ‘গ্রে এরিয়া’ রয়েছে সেটির বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য দেয়নি। ২০১৪ সালে জাতিসংঘের স্থায়ী সালিসি আদালত বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ মামলার রায়ে সাগরের প্রায় ৯০০ বর্গকিলোমিটার এলাকাকে গ্রে এরিয়া হিসেবে চিহ্নিত করে। ওই গ্রে এরিয়ায় সাগরের মাটির নিচে খনিজ সম্পদ বাংলাদেশের।
অন্যদিকে ওই স্থানের সাগরের মাটি থেকে পানির উপরিভাগ পর্যন্ত সম্পদের মালিক ভারত। বাংলাদেশি কর্মকর্তারা মনে করেন, গ্রে এরিয়ার সঙ্গে মহীসোপানের কোনো সম্পর্ক নেই। তা ছাড়া ভারত যে বেসলাইনের ওপর ভিত্তি করে তাদের মহীসোপান দাবি করছে, সেটির বিরুদ্ধে বাংলাদেশ ২০০৯ সালে আপত্তি জানিয়েছিল। এটি এখনো বহাল আছে। মিয়ানমার ও ভারতের আপত্তি বা পর্যবেক্ষণের ব্যাপারে বাংলাদেশও পাল্টা যুক্তি তুলে ধরবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মৃত্যুবার্ষিকী

শেয়ার
মৃত্যুবার্ষিকী

মুহাম্মদ কলিমউল্লাহ

কালের কণ্ঠের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদের বাবা মুহাম্মদ কলিমউল্লাহর ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জুলাই। এ উপলক্ষে বাদ আসর ফরিদগঞ্জ কেন্দ্রীয় মসজিদ ও উপজেলা পরিষদ মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

শোক

শেয়ার
শোক

মনির আহমেদ

কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক ফারুক মুনিরের বাবা মনির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বাদ আসর জানাজা শেষে মরদেহ ফেনীর সোনাগাজী উপজেলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতা।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রাসঙ্গিক
মন্তব্য

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর ৮ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর ৮ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে মো. রাসেল হত্যা মামলায় পাঁচ দিন এবং লিটন উদ্দিন হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাঁকে আদালতে হাজির করা হয়।

এরপর দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আসামি একজন সরকারি চাকরিজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

মন্তব্য

চৌধুরী নাফিজ সরাফত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চৌধুরী নাফিজ সরাফত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত ও তাঁর স্ত্রী আঞ্জুমান আরা সাহিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি করা হয়েছে। দুটি মামলায় ৭১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুটি মামলায়ই চৌধুরী নাফিজ সরাফত ও তাঁর স্ত্রী আঞ্জুমান আরা সাহিদ ও ছেলে রাহীব সাফওয়ান চৌধুরীকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেনসাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডায়নাস্টি হোমস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস কে মেহেদী হাসান, তারেক রিয়াজ খান, রিমন কর্মকার, ডালিয়া চৌধুরী, সাজিদ হক, ফারহানা মোমেন ও আমিন নাওয়ার চৌধুরী।

মন্তব্য

সর্বশেষ সংবাদ