বঙ্গোপসাগরের মহীসোপানে বাংলাদেশের দাবির ওপর আপত্তি জানিয়েছে ভারত। গত শুক্রবার (১৬ এপ্রিল) জাতিসংঘের মহীসোপান নির্ধারণ সংক্রান্ত কমিশনে ভারত ওই আপত্তি জানায়। ভারত বাংলাদেশের দাবি বিবেচনায় না নেওয়ার জন্য কমিশনকে অনুরোধ জানিয়েছে।
জানা গেছে, এর আগে মিয়ানমার গত জানুয়ারি মাসে বাংলাদেশের দাবির প্রতি তাদের পর্যবেক্ষণ দিয়েছে।