kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

সালথায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১১ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফরিদপুরের সালথা উপজেলায় গত ৫ এপ্রিল সহিংসতার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপতৎপরতা ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে ফরিদপুর জেলা বিএনপি।

গতকাল শনিবার ফরিদপুর শহরের একটি রেস্তোরাঁয় জেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ফরিদপুর বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইচ্ছা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শ্যামা ওবায়েদ বলেন, ‘গত ৫ এপ্রিল সালথা উপজেলায় যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। ওই দিন রাতে প্রশাসনের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছিলাম। বাস্তবে মামলায় তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি। ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত না করে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে শুধু বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে।’