দেশের কৃষি খাতে পুরুষ শ্রমিকদের তুলনায় নারী শ্রমিকদের অবদান কোনো অংশেই কম নয়। তবু ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন তাঁরা। আক্ষেপের বিষয় হচ্ছে, নারী কৃষি শ্রমিকের ক্ষেত্রে মজুরি বৈষম্যের এই চিত্র এখনো বদলায়নি।
গতকাল শুক্রবার সরেজমিনে বুড়ুলি বিলে গিয়ে দেখা যায়, ধান কাটা শেষে বিচালির (খড়) আঁটি বাধছেন নারী কৃষি শ্রমিকরা।