kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

শিক্ষা কার্যক্রম আরো সহজ করা হবে

এনএসইউয়ে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৯ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয় শেষ করে কর্মক্ষেত্রে গিয়েও নতুন কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা একজন শিক্ষার্থীর জন্য জরুরি হয়ে উঠতে পারে। তখন ওই কর্মজীবীর পক্ষে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা নেওয়া সম্ভব নয়। এই বাস্তবতা উপলব্ধি করে সরকার শিক্ষাকে আরো সহজ ও আধুনিকীকরণ করার কথা ভাবছে। বয়স যেন জ্ঞান অর্জনে বাধা না হয়, সে বিষয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চার হাজার ১৪ জনকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর ও আটজনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে। আজ যে জ্ঞান খুবই প্রয়োজনীয়, সময়ের পরিবর্তনে সে জ্ঞান প্রয়োজনীয়তা হারাতে পারে। বেঁচে থাকার জন্য, জীবন-জীবিকার জন্য হয়তো নতুন কোনো জ্ঞান অর্জন জরুরি হয়ে যাবে। তাই আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে কিভাবে জীবনব্যাপী শিখতে হয়।’