kalerkantho

মঙ্গলবার । ২৭ বৈশাখ ১৪২৮। ১০ মে ২০২১। ২৭ রমজান ১৪৪২

ডা. নুরুল হাসান শোয়েবের মৃত্যুতে বিএমএর শোক

নিজস্ব প্রতিবেদক   

৮ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট ওসমানী মেডিক্যাল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ডা. নুরুল হাসান শোয়েবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী। গতকাল বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি গত মঙ্গলবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাতদিনের সেরা