kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

দুই মাস পর হাজার ছাড়াল দৈনিক শনাক্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক    

১১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই মাস পর হাজার ছাড়াল দৈনিক শনাক্তের সংখ্যা

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সর্বশেষ গত ১০ জানুয়ারি শনাক্তের সংখ্যা এক হাজার ৭১ জন ছিল। এরপর থেকে প্রতিদিনই এ সংখ্যা এক হাজারের নিচে এবং বেশ কিছুদিন ৫০০ জনেরও নিচে ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এক হাজার ১৮ জনের করোনা শনাক্ত হয়। ওই ২৪ ঘণ্টায় মারা যান সাতজন, সুস্থ হন এক হাজার ২৬৪ জন। মৃত সাতজনের মধ্যে চারজন পুরুষ এবং তিনজন নারী। তাঁদের মধ্যে চারজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। অন্যদিকে দৈনিক শনাক্ত প্রায় ৬ শতাংশ ছুুঁয়েছে। গতকাল এই হার ছিল ৫.৯৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন। এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন। এর মধ্যে গতকাল এক দিনে টিকা নিয়েছেন এক লাখ চার হাজার ৯৯০ জন।সাতদিনের সেরা