kalerkantho

বুধবার । ২৮ বৈশাখ ১৪২৮। ১১ মে ২০২১। ২৮ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

বিদেশিরা টিকা নিতে পারবেন ১৭ মার্চ থেকে

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশে বসবাসরত যেকোনো বিদেশি নাগরিক আগামী ১৭ মার্চ থেকে বিনা মূল্যে করোনার টিকা নিতে পারবেন। তাঁদের জন্য আলাদা নিবন্ধনের ব্যবস্থা নিচ্ছে তথ্য ও প্রযুক্তি বিভাগ। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকা) ডা. শামসুল হক এসব তথ্য জানিয়েছেন। অবশ্য বিদেশিদের টিকা দেওয়ার দিনক্ষণের বিষয়টি নির্ভর করছে নিবন্ধনব্যবস্থা দাঁড় করনোর ওপর বলেও জানিয়েছেন ডা. শামসুল হক। তিনি বলেন, এ পর্যন্ত দেশে যাঁরা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাঁদের ওই দিনই বলে দেওয়া হয়েছে দুই মাস পরে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য। এর পরও নাগরিকদের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হবে। আগামী ৭ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকার প্রয়োগ শুরুর আগেই সবাই এসএমএস পাবেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন। এর মধ্যে টিকা নিয়েছেন ৩৯ লাখ ছয় হাজার ৫০০ জন। গতকাল এক দিনে টিকা নিয়েছেন এক লাখ ১৭ হাজার ১৪৮ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্ত ও প্রাণহানির ঘটনা ফের বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন, শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। গত আট সপ্তাহের মধ্যে এ পরিসংখ্যানই সর্বোচ্চ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১১৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে পাঁচ লাখ ৫১ হাজার ১৭৫ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৪৭৬ জন; আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ চার হাজার ১২০ জন।সাতদিনের সেরা