সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিরাপত্তা ও স্থিতিশীলতা ইস্যুতে বাংলাদেশ সৌদি আরবকে সমর্থন জানিয়েছে। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, হুতি বিদ্রোহীরা গত ১০ ফেব্রুয়ারি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আভা লক্ষ্য করে হামলা চালায়। সেটি থেমে থাকা একটি বাণিজ্যিক এয়ারক্রাফটে আঘাত হানে এবং এয়ারক্রাফটটি ক্ষতিগ্রস্ত হয়। ১৭ ফেব্রুয়ারি হুতিদের চালানো দ্বিতীয় ড্রোন হামলাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই যৌথ বাহিনী তা ধ্বংস করে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিনা উসকানিতে হুতিদের ওই হামলা ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তায় ব্যাঘাত ঘটিয়েছে।
মন্তব্য