kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

‘নিজ নিজ অবস্থানে থেকে আয়কর দিন’

রংপুর অফিস   

৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের জন্য এনবিআর দেশে একটি ব্যবসা, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। রাজস্ব প্রদান জুলুম মনে না করে করদাতাদের নৈতিক দায়িত্ব হিসেবে মেনে নেওয়া উচিত। তাই পরনির্ভরশীলতা ত্যাগ করে আত্মনির্ভরশীল জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে আয়কর ও ভ্যাট দিতে হবে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসি) উদ্যোগে রংপুর বিভাগের সব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতা ও স্টেকহোল্ডারদের সঙ্গে গতকাল শনিবার এক প্রাক-বাজেট (২০২১-২২) আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। স্থানীয় আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, রংপুর অঞ্চলের বিনিয়োগসংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা, আয়কর, কাস্টমস ও ভ্যাট বিষয়ক যেসব প্রস্তাব তুলে ধরা হয়েছে, তা পর্যালোচনা করে উন্নয়ন পরিকল্পনায় সন্নিবেশিত করা হবে এবং এর ভিত্তিতে রংপুর বিভাগের উন্নয়নের রোডম্যাপ তৈরি করা হবে।সাতদিনের সেরা