kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

ডিজিটাল আইনের অপপ্রয়োগ রুখতে নির্দেশনা দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক   

৬ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেডিজিটাল আইনের অপপ্রয়োগ রুখতে নির্দেশনা দেওয়া হয়েছে

বিভিন্ন মহলে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবি ওঠার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অন্ধ বিরোধিতা করছে, আইনটির যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটছে কি না, সে বিষয়টির প্রতি সরকার কড়া নজর রাখছে। প্রযুক্তির এ যুগে জনস্বার্থেই এ আইন করা হয়েছে, আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা।’ তিনি গতকাল শুক্রবার নিজের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন এ আইন নিয়ে মানবাধিকারের কথা বলছে, অথচ ’৭৫-এর হত্যাকাণ্ডের পর ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে জাতির পিতার খুনিদের বিচারের পথ বন্ধ করে দিয়েছিল।’

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে দলটির এক নেতা আরেকটি ১৫ আগস্ট ঘটার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এই বক্তব্যে বিএনপির ফ্যাসিবাদী মানসিকতা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতির চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিবাদ করলেও বিএনপির পক্ষ থেকে এর কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি, তাহলে কি ধরে নেব এটি বিএনপির দলীয় বক্তব্য?’ 

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ ও ২১ আগস্ট একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। বিএনপি নেতার ওই বক্তব্যে তাদের খুনের রাজনীতির স্বরূপ উন্মোচিত হয়েছে। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় বিএনপি এখনো ষড়যন্ত্রের রাজনীতি করছে।’

মন্তব্য