kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

ফতুল্লায় আগুনে পুড়ল ২৫ দোকান

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ঘেঁষে গড়ে ওঠা কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে  ছোট-বড় প্রায় ২৫টি দোকান।

গতকাল বুধবার ভোরে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে অধিকাংশই কাপড়ের দোকান ছিল। 

আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকানমালিকরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।