kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

এক দিনের ব্যবধানে শনাক্ত বাড়ল ৯৯

নিজস্ব প্রতিবেদক   

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএক দিনের ব্যবধানে শনাক্ত বাড়ল ৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৬১৪ জন। এক মাসের বেশি সময়ের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ। এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয় ৫১৫ জন। এর পরের দিন শনাক্তের সংখ্যা বাড়ল ৯৯। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৯৩৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় মারা গেছে আট হাজার ৪২৮ জন। মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৭ হাজার ৯৩০ জন এবং সুস্থ হয়েছে চার লাখ ৯৯ হাজার ৬২৭ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩.৭৪ শতাংশ। মোট শনাক্ত ১৩.৪০ শতাংশ। সুস্থতার হার ৯১.১৮ শতাংশ এবং মৃত্যুহার ১.৫৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে পুরুষ চারজন, একজন নারী। সবাই ষাটোর্ধ্ব। এর মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের দুজন।

মন্তব্য