মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। গতকাল রবিবার শেষ ভায়াডাক্টটি বসানোর মধ্য দিয়ে উত্তরার সঙ্গে যুক্ত হলো আগারগাঁও। এখন বাকি প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার তৈরিসহ অন্যান্য কাজ, রেললাইন বসানো ও বিদ্যুৎ সংযোগের কাজ। এরই মধ্যে উত্তরা নর্থ স্টেশন থেকে মিরপুর সেনা আবাসিক এলাকার স্টেশন পর্যন্ত রেললাইনও বসানো হয়ে গেছে।
মেট্রো রেলে জুড়ল উত্তরা-আগারগাঁও
- রেললাইন বসেছে উত্তরা নর্থ স্টেশন থেকে মিরপুর সেনা আবাসিক এলাকা স্টেশন পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য ১১.৭৩ কিলোমিটার। এই পথের পাঁচ হাজার ১৫২টি ভায়াডাক্টের সবই বসানো হয়ে গেছে। বাকি কাজ শেষ করে আগামী ডিসেম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই পথে মেট্রো রেল চালু করার পরিকল্পনা রয়েছে।
দেশের প্রথম মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক প্রতি মাসের ৪ তারিখে আনুষ্ঠানিকভাবে কাজের অগ্রগতি গণমাধ্যমকে জানান।
মেট্রো রেলের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল শেষ ভায়াডাক্ট বসানোর মধ্য দিয়ে অবকাঠামো নির্মাণকাজের প্রায় ৮৮ শতাংশ শেষ হয়েছে।
রাজধানী শহর ঘিরে উড়াল ও পাতাল রেল মিলে মোট ছয়টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার।
বাস্তবায়নকারী কম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায় চালু হবে চলতি বছর ডিসেম্বরে বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে।
এমআরটি-৬ প্রকল্পের কাজ শুরু হয় ২০১৭ সালের ১ আগস্ট। অবকাঠামো নির্মাণকাজের উদ্বোধনকালে মেট্রো রেল চালুর সম্ভাব্য সময় ধরা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর। নানা প্রতিকূলতার কারণে চালু করার সময় ঠিক রাখা সম্ভব হয়নি।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেলপথের পরিষেবা স্থানান্তর, চেকবোরিং, টেস্ট পাইল, মূল পাইল, পাইল ক্যাপ, আই গার্ডার, প্রিকাস্ট, বক্স গার্ডার সেগমেন্ট, পিয়ারহেড নির্মাণ সম্পন্ন হয়েছে। গত মাসেই ১১.৫৮ কিলোমিটারে ভায়াডাক্ট বসানো হয়েছিল। বাকি ছিল ১৫০ মিটার। গতকাল সকাল ১১টা ২০ মিনিটের দিকে ৩৭৫ ও ৩৭৬ নম্বর পিলারের ওপর শেষ ভায়াডাক্ট বসানোর মধ্য দিয়ে ১১.৭৩ কিলোমিটার পুরোপুরি দৃশ্যমান হলো। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম ধাপের এই অংশে মোট ৯টি স্টেশনের সব কয়টির ছাদ ও স্টিল কাঠামো নির্মাণ শেষ হয়েছে, তৈরি হয়েছে প্ল্যাটফর্মও। বাকি আছে রেললাইন বসানো, প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারসহ অন্যান্য কাজ। এ ছাড়া বিদ্যুৎ সংযোগের পুরো কাজও বাকি আছে। টঙ্গী সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে দিয়াবাড়ী রিসিভিং সাবস্টেশনে। সে জন্য এরই মধ্যে ডেসকোর উত্তরা সাবস্টেশন থেকে ১৩২ কেভি আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের কাজ শেষ হয়েছে। মূল গ্রিড থেকে রিসিভিং সাবস্টেশনে পরীক্ষামূলক বিদ্যুৎ সঞ্চালন হয়েছে। পল্লবীতে বিদ্যুতের আরেকটি সাবস্টেশন তৈরির কাজও শেষ হয়েছে। এই সাবস্টেশনে বিদ্যুৎ সঞ্চালন কাজের পরীক্ষা চলছে।
গত মাসে ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, রেল কোচের প্রথম চালানে পাঁচটি কোচ আগামী ২৩ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে জাহাজে উঠবে। মোংলা বন্দর থেকে আনা হবে দিয়াবাড়ী ডিপোতে। জুলাই মাসের প্রথম থেকেই ঢাকায় রেল কোচগুলো পরীক্ষামূলকভাবে চালানো শুরু হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মেট্রো রেলের প্রথম পর্যায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবসেই ঢাকায় মেট্রো রেলের উদ্বোধন হবে।
মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, এমআরটি-৬ প্রকল্পের পুরো লাইনের কাজ দ্রুতগতিতে চলছে। তবে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে প্রথম পর্যায় চালু করার জন্য উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে।
মেট্রো রেলের কোচ নির্মাণ করা হয়েছে জাপানে। নির্মাণের পর কোচগুলো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখার জন্য ঢাকা থেকে সরকারের একটি প্রতিনিধিদলের জাপানে যাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে প্রতিনিধিদলটি যেতে পারেনি। মেট্রো রেল কর্তৃপক্ষ জাপানি একটি কম্পানিকে নিয়োগ দিয়েছে কোচগুলো পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখার জন্য। ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, তাঁদের নিয়োগ দেওয়া কম্পানি কোচগুলো চালিয়ে দেখেছে।
সম্পর্কিত খবর

শুভ কাজে সবার পাশে
যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে ঢাকা কলেজে বিতর্ক প্রতিযোগিতা
- টাঙ্গাইলে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার

যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে ‘এসো যুক্তিতে আলোকিত হই’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা : যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে ‘এসো যুক্তিতে আলোকিত হই’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিষয় ছিল ‘পরিবেশদূষণে জনগণের অসচেতনতাই দায়ী’।
অন্যদিকে বিরোধী দল বলে, সরকারের কঠোরতাই পারে পরিবেশদূষণ রোধ করতে। বিভিন্ন আইন-কানুন প্রয়োগের মাধ্যমে পরিবেশদূষণ রোধ করা সম্ভব। বিতর্ক শেষে অংশগ্রহণকারীদের সনদ ও পুরস্কার দেওয়া হয়।
টাঙ্গাইল : বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের বাগানবাড়ি পানির ট্যাংকি বাজারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগানবাড়ি সমাজপতি আতোয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেবুব ইসলাম রুমন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরাফাত রহমান, কোষাধ্যক্ষ আল আমিন ও প্রচার সম্পাদক সুজন মিয়া।

সংক্ষিপ্ত
আরো ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুজিব পরিবারের নাম বাদ
নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দেশের আরো ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। এতে সই করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়।

বিপিএমসিএ নির্বাচনে সভাপতি মহিউদ্দিন সম্পাদক মোয়াজ্জেম
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি পদে ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৫ বছরের পুরনো সংগঠনের এটিই প্রথম নির্বাচন।
ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের বোর্ড এ নির্বাচন পরিচালনা করে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। গত সাত মেয়াদে সমঝোতার ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। এবার নির্বাচন হওয়ায় প্রায় দেড় দশক পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় বিপিএমসিএর সাধারণ ভোটাররা।
বিপিএমসিএর নির্বাচিত সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের নির্বাহী পরিচালক।
সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক ডা. এম এ মুকিত। তিনি সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের অধ্যাপক।

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতি এবং কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
বক্তব্যে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মব কালচার উসকে দিচ্ছে। তারা ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। সংস্কারের নামে কিছু এনজিওকর্মী এখন গণতন্ত্রপন্থী ছাত্ররাজনীতির ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সমাবেশে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘একটি গুপ্ত সংগঠন দেশে চক্রান্ত করে চলেছে। আমরা এ অবস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কক্সবাজারের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।’
এ ছাড়া বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে দফায় দফায় হামলা চালান আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।