পঞ্চগড়ের বোদা উপজেলায় দিনের বেলায় অস্ত্রের মুখে ইজি বাইকের গতিরোধ করে এক নারী ও তাঁর সন্তানের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার উপজেলার বোদা-পঞ্চগড় মহাসড়কের মন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর এলাকার রাশেদা বেগম (৫৫) তাঁর সন্তানসহ জমি বিক্রির ১৫ লাখ টাকা নিয়ে ইজি বাইকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন। মোট আটজন ব্যক্তি চারটি মোটরসাইকেলে এসে ছিনতাইয়ের কাজে অংশ নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে বিক্রীত জমির দলিল করা হয়। জমি বিক্রির কিছু টাকা আগে দেওয়া হলেও ১৫ লাখ টাকা দলিল করার পর গতকাল দেওয়া হয়। বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েন তাঁরা। ছিনতাইকারীদের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল।
ভূক্তভোগীর স্বামী আব্দুল কাইয়ূম বলেন, ‘ঘটনার পর পরই আমরা পুলিশকে জানিয়েছি। পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
মন্তব্য