kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

‘জাফর উল্যাহ চৌধুরী আমাদের অবিভাবক’

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাবেক সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ চৌধুরীকে ‘অভিভাবক’ ও ‘মুরব্বি’ বললেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। গতকাল ভাঙ্গা পৌরসভা চত্বরে পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজার সভাপতিত্বে নিজের সংবর্ধনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিগত দুই সংসদ নির্বাচনে জাফর উল্যাহকে হারিয়েই সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন নিক্সন। স্থানীয় রাজনীতিতে এই দুই নেতার দ্বন্দ্ব আলোচিত বিষয়। কাজী জাফর উল্যাহকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে ও পরামর্শে আমরা দলকে এগিয়ে নেব। একসঙ্গে কাজ করে উন্নয়নের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দেব।’ সম্প্রতি যুবলীগের প্রেসিডিয়াম সদস্যপদে নিয়োগপ্রাপ্ত নিক্সন আরো বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা পরস্পরের প্রতি কেন হানাহানিতে লিপ্ত থাকব?’ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা চেয়ারম্যান এস এম হাবুিবর রহমান প্রমুখ।সাতদিনের সেরা