রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সাক্ষাৎ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান গত রবিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য রাষ্ট্রপতিকে বিইউপির শিক্ষা কার্যক্রম অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
নর্দার্ন ইউনিভার্সিটিতে কুইজ কার্নিভাল
বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়কে সামনে রেখে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) কুইজ কার্নিভাল আয়োজন করেছে। কুইজে অংশ নিতে অনলাইন রেজিস্ট্রেশন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিজয়ীদের জন্য উপহার হিসেবে থাকবে অনলাইন শিক্ষা উপকরণ। এ ছাড়া সেরা ৩০ জনের জন্য ই-সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য