kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

বিমান চলাচলে ঘন কুয়াশার বাগড়া

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘন কুয়াশায় বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। গতকাল বুধবার কুয়াশাচ্ছন্ন আকাশে দৃষ্টিসীমা কম থাকায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ছয় ঘণ্টা দেরিতে সব ফ্লাইট ওঠানামা করেছে। স্বাভাবিকভাবে ফ্লাইট চালানোর জন্য কমপক্ষে দুই হাজার ২০০ মিটারের ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন, কিন্তু গতকাল তা অতিমাত্রায় কম ছিল। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার প্রথম ফ্লাইটটি প্রায় ছয় ঘণ্টার বিলম্বে বিকেল পৌনে ৫টায় সৈয়দপুর বিমানবন্দরে নামে। যদিও ফ্লাইটটি ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০টায় ছেড়ে সকাল পৌনে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে নামার শিডিউল ছিল। সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া সহকারী মো. লোকমান হাকিম জানান, গতকাল বুধবার বিকেল ৩টায় এখানে ভিজিবিলিটি ছিল ১৭০০ মিটার।

মন্তব্যসাতদিনের সেরা