সিরাজগঞ্জ পৌর নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যার ঘটনায় প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন বুদ্দিনসহ ৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত রবিবার রাতে নিহতের একমাত্র ছেলে ইকরামুল হাসান হৃদয় মামলাটি করেন। এতে বুদ্দিন ও তাঁর তিন ভাই, দুই ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ এবং ৪০-৫০ জন অচেনা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার পর পরই ২৭ নম্বর আসামি স্বপন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহারে বলা হয়েছে, গত শনিবার সিরাজগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার দিকে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের ফল নিতে যান কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম। এ সময় তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। তখন পরাজিত প্রার্থী বুদ্দিনসহ অন্যরা তরিকুলকে ঘিরে ধরে ছুরিকাঘাত করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, ‘দ্রুতগতিতে মামলার তদন্তকাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই মামলাটির তদন্তের ব্যাপারে ভালো ফল দিতে পারব। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।’
মন্তব্য