করোনাভাইরাসের অজুহাতে হোটেল শ্রমিকদের বেআইনি ছাঁটাই ও নির্যাতন এবং শ্রম আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। মানববন্ধনের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান খান। এ সময় হোটেল শ্রমিকদের সব সমস্যা সমাধানে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।