kalerkantho

বুধবার । ৯ আষাঢ় ১৪২৮। ২৩ জুন ২০২১। ১১ জিলকদ ১৪৪২

জুয়া খেলতে গিয়ে ধরা ৯ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী সরকারি কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে একটি আবাসিক হোটেলে জুয়া খেলার অপরাধে ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়। গত বুধবার গভীর রাতে পুলিশলাইনে কর্মরত ওই ৯ জনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।

৯ পুলিশ সদস্য হচ্ছেন হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম।

জানা যায়, জুয়া খেলা অবস্থায় আটকের পর ওই ৯ জনকে পুলিশলাইনে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের পরিচয় নিশ্চিত হয়। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে বৃহস্পতিবার ওই ৯ জনকে সাময়িক বরখাস্ত করা ছাড়াও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বোয়ালিয়া থানার এএসআই বকুল হোসেন এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের টিএসআই মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়।সাতদিনের সেরা