রাজশাহী সরকারি কলেজ মুসলিম ছাত্রাবাসের সামনে একটি আবাসিক হোটেলে জুয়া খেলার অপরাধে ৯ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়। গত বুধবার গভীর রাতে পুলিশলাইনে কর্মরত ওই ৯ জনকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়।
৯ পুলিশ সদস্য হচ্ছেন হাবিলদার বারেক, হাবিলদার মিজান, কনস্টেবল আফজাল, সালাম, ফরহাদ, শাহেদ, খগেন, রফিক ও করিম।