ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭
আশুরার বিলে অনশন

‘দূর থেকে’ কথা বললেন এমপি সুরাহা হলো না

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
‘দূর থেকে’ কথা বললেন এমপি সুরাহা হলো না

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুরার বিলে বাঁধ নির্মাণের প্রতিবাদে এক মাস ধরে অনশন করছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। গতকাল মঙ্গলবার সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের। কিন্তু একটা দূর পর্যন্ত গিয়ে তিনি থেমে যান। পরে মোবাইল ফোনে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেন।

কিন্তু সংসদ সদস্যের সাক্ষাৎ না পাওয়ায় এবং দাবি আদায় না হওয়ায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলছে, প্রায় ৬০ বছর ধরে তারা আশুরার বিলে চাষাবাদ করছে। বিলে সরকারের জমিও আছে। গত বছরের সেপ্টেম্বরে বিলপারে বাঁধ নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।

ফলে জমিগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় আবাদ করতে পারেনি স্থানীয় লোকজন। তাই এই বাঁধ নির্মাণের বিরোধিতা করে আসছে তারা।

সংসদ সদস্য শিবলী সাদিক গত সোমবার জানান, তিনি আশুরার বিলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন। এরপর গতকাল দুপুরে বিলের উদ্দেশে রওনা হন তিনি।

কিন্তু রাস্তা ভাঙা থাকায় তিনি বিল থেকে দুই কিলোমিটার দূরে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছান। এরপর সেখান থেকে আন্দোলনকারীদের নেতা রেজাউল ইসলামকে মোবাইলে ফোন করে বক্তব্য দেন। ওই বক্তব্য মাইক্রোফোনে আন্দোলনকারীদের শোনানো হয়। সেখানে শিবলী সাদিক বলেন, ‘অসুস্থ হয়েও আপনাদের কাছে এসেছি। রেজাউল আমাকে বলেনি যে পশ্চিম পাশে পানি জমে আছে, পারাপার হতে পারব না।
বাঁধের পাশে এসে ডাকলাম, আপনারা এলেন না। আমাকে জানানো হলো আপনি হরিপুর স্কুল মাঠে যান। আমি এখানে এসেও বসে থাকলাম, আপনারা ওখানে বসে থাকলেন। প্রশাসন মনে করছে, আমার নির্দেশনায় আপনারা ওখানে বসে আছেন। আর আপনারা আমাকে দোষ দেন। বলির পাঁঠা হচ্ছি আমি। আমি বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে এসেছিলাম। সবার জ্ঞাতার্থে বলে যাচ্ছি, এ বিল সরকারের। আপনারা দেশের জনগণ। সবার ওপরে দায়িত্ব দিয়ে গেলাম। আমি আর অভিযোগের পাত্র হতে চাই না।’ সংসদ সদস্য আরো বলেন, ‘এভাবে নাচিয়ে নিয়ে বেড়াবেন, এটা সম্ভব নয়। যা বলছেন, তা-ই শুনছি। কী দেখাতে চাচ্ছেন আপনারা? আপনাদের প্রত্যেকের বাড়ির খবর জানি আমি। তার পরও ওখানে বসে আছেন। কী প্রমাণ করতে চান আপনারা?’

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

আরো ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুজিব পরিবারের নাম বাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আরো ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুজিব পরিবারের নাম বাদ

শেখ মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দেশের আরো ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। এতে সই করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়।

 

মন্তব্য

বিপিএমসিএ নির্বাচনে সভাপতি মহিউদ্দিন সম্পাদক মোয়াজ্জেম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিপিএমসিএ নির্বাচনে সভাপতি মহিউদ্দিন সম্পাদক মোয়াজ্জেম

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি পদে ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৫ বছরের পুরনো সংগঠনের এটিই প্রথম নির্বাচন।

 

ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের বোর্ড এ নির্বাচন পরিচালনা করে।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। গত সাত মেয়াদে সমঝোতার ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। এবার নির্বাচন হওয়ায় প্রায় দেড় দশক পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় বিপিএমসিএর সাধারণ ভোটাররা।

সারা দেশে বিপিএমসিএর সদস্যসংখ্যা ১১০ জন। এর  মধ্যে ৯২ সদস্য ভোট প্রদান করেন। ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির এ নির্বাচনে মহিউদ্দিন-মুকিত প্যানেল ও আফরোজা-মোয়াজ্জেম প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

বিপিএমসিএর নির্বাচিত সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের নির্বাহী পরিচালক।

তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আফরোজা খানম রিতা। তিনি মুন্নু মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক।

সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক ডা. এম এ মুকিত। তিনি সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের অধ্যাপক।

মন্তব্য

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতি এবং কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

বিশেষ করে কক্সবাজারে বিএনপির ভারুয়াখালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বক্তব্যে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মব কালচার উসকে দিচ্ছে। তারা ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। সংস্কারের নামে কিছু এনজিওকর্মী এখন গণতন্ত্রপন্থী ছাত্ররাজনীতির ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে।

একের পর এক সহিংসতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।

সমাবেশে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গুপ্ত সংগঠন দেশে চক্রান্ত করে চলেছে। আমরা এ অবস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কক্সবাজারের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।

এ ছাড়া বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে দফায় দফায় হামলা চালান আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য

ঢাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
ঢাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

মিছিলে শিবির নেতাকর্মীরা বাঁশের লাঠি তৈরি করো, গোপালগঞ্জ স্বাধীন করো, লীগ ধর, জেলে ভর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবির, আল্লাহু আকবারসহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি আসিফ আব্দুল্লাহ গোপালগঞ্জকে একখণ্ড ছোট্ট দিল্লি হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, বাংলাদেশের সব আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং আওয়ামী লীগ এই জেলাকে নিজেদের সন্ত্রাসীদের ক্যান্টনমেন্টে পরিণত করেছে।

আসিফ আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে গোপালগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানান। তিনি হুঁশিয়ারি দেন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে গোপালগঞ্জে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতায় লিপ্তদের বিরুদ্ধে সারা দেশের ছাত্র-জনতাকে নিয়ে মার্চ করতে বাধ্য হবেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ