ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ক্রেতা কম পেঁয়াজের

  • বন্ধ হয়নি টিসিবির অন্যান্য পণ্যের কালোবাজারি
রোকন মাহমুদ
রোকন মাহমুদ
শেয়ার
ক্রেতা কম পেঁয়াজের

চীন, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজের ব্যাপক সরবরাহ বাজারগুলোতে। এদিকে পাতাসহ পেঁয়াজ নামতে শুরু করেছে। এর প্রভাবে সব ধরনের পেঁয়াজের দামই বেশ কিছুটা কমে এসেছে। পেঁয়াজের ব্যাপক সরবরাহে বাজারে কাঙ্ক্ষিত মাত্রায় ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা।

বিশেষ করে আমদানি করা পেঁয়াজের বাজারে এই সংকট বেশি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করলেও আগের মতো ক্রেতার ভিড় নেই। দিনশেষে সব পেঁয়াজ বিক্রি করতে পারছেন না অনেক ডিলার। ডিলাররা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের দাম কিছুটা কমে আসায় আমদানি করা পেঁয়াজের তেমন চাহিদা নেই।

তবে টিসিবির অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কালোবাজারে বিক্রি বন্ধ হয়নি।

ক্রেতারা বলছে, আমদানি করা এসব পেঁয়াজে দেশের ভোক্তা শ্রেণি অভ্যস্ত নয়। বাজারে দেশি পেঁয়াজ সরবরাহে ঘাটতি থাকলে এবং দাম গলাকাটা পর্যায়ে উঠে গেলে মানুষ বাধ্য হয়ে আমদানি করা পেঁয়াজ কেনে। এখন বাজারে দেশি পেঁয়াজের দাম কিছুটা কমে আসায় আমদানি করা পেঁয়াজের চাহিদা কমে গেছে।

রাজধানীর ইত্তেফাক মোড়, জাতীয় প্রেস ক্লাব, শান্তিনগর মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে টিসিবির পেঁয়াজের ট্রাক বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও ক্রেতা খুবই কম। মাঝে মাঝে চলতি পথে কেউ কেউ তিন-চার কেজি কিনে নিচ্ছে। তবে এসব ক্রেতার বেশির ভাগই রিকশাচালক, হোটেলের কর্মচারী, ফেরিওয়ালাসহ অন্যান্য পেশার নিম্ন আয়ের মানুষ। অথচ মাস দেড়েক আগেও মধ্যবিত্ত শ্রেণি টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেছে।

ইত্তেফাক মোড়ে গত রবিবার দুপুর আড়াইটার দিকে গিয়ে পেঁয়াজের ট্রাক নিয়ে বসে থাকতে দেখা গেল ভারটেক্স ইন্টারন্যাশনাল নামের ডিলারের বিক্রেতাদের।

তাঁরা জানান, সকাল ১০টায় দুই হাজার ২০০ কেজি পেঁয়াজ নিয়ে বসেছেন। সাড়ে চার ঘণ্টায় বিক্রি হয়েছে মাত্র ৩০০ কেজি। অথচ মাসখানেক আগেও মাত্র তিন ঘণ্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে যেত। দুলাল নামের এক বিক্রয় প্রতিনিধি

জানান, টিসিবি থেকে আনা বৃহস্পতিবারের পেঁয়াজ তিন দিনেও বিক্রি করে শেষ করতে পারেননি তাঁরা।

গতকাল সোমবারও বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। বিকেল ৪টায় শান্তিনগর মোড়ে গিয়ে দেখা যায় পেঁয়াজের ট্রাকের সামনে কোনো ক্রেতা নেই। বিক্রেতাদের একজন বলেন, ‘ঘণ্টা দুয়েক হয় ট্রাক ভিড়েছে। এর মধ্যে ১০ থেকে ১২ জন ক্রেতা পেয়েছি। যে যতটুকু চায় দিয়ে দিচ্ছি। কারণ এসব পেঁয়াজ বেশি দিন রাখা যায় না।’

টিসিবি আগে ভ্রাম্যমাণ প্রতিটি ট্রাকে তেল, ডাল, চিনি ও পেঁয়াজ মিলে দুই হাজার ২০০ কেজি পণ্য দিত। এখন শুধু পেঁয়াজ দিচ্ছে। মাঝে মাঝে অন্য তিন পণ্যও দেওয়া হয়। তবে পরিমাণে কম।

বাজারে এখন চার ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আগের মৌসুমের দেশি হাউব্রিড, চলতি মৌসুমের কলিসহ ছোট পেঁয়াজ, আমদানির বড় সাদা ও বেগুনি রঙের পেঁয়াজ। মাস দুয়েক আগে দেশি পেঁয়াজ প্রায় ১০০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা ৭৫ থেকে ৮০ টাকায় নেমেছে। কলিসহ পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। আর আমদানির পেঁয়াজ নেমেছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি। টিসিবির ট্রাকে বিক্রি করছে ৩০ টাকায়। আর অনলাইনে রাখা হচ্ছে ৩৬ টাকা, সঙ্গে কেজিপ্রতি ১০ টাকা ডেলিভারি চার্জ।

আমদানি করা পেঁয়াজের দাম অনেক কম হলেও টিসিবির মতো খুচরা বাজারগুলোতেও তেমন বিক্রি নেই। মুগদা বাজারের বিক্রেতা আমিন উদ্দিন বললেন, ‘দেশি পেঁয়াজের দাম বেশি হলেও কিছুটা চলছে; কিন্তু আমদানির পেঁয়াজ আনলেই লোকসান হয়। দাম কমিয়েও বিক্রি করা যায় না।’

রাজশাহীতে টিসিবির পণ্য কালোবাজারে : এদিকে টিসিবির স্বল্প মূল্যের পণ্য কালোবাজারে বিক্রি বন্ধ হয়নি। গতকালও রাজশাহী মহানগরের উপশহর নিউ মার্কেটে তুষার ভ্যারাইটিজ স্টোর থেকে টিসিবির ৪০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, পুলিশের সহায়তায় তিনি মহানগরের উপশহর নিউ মার্কেট, সাধুর মোড় ও দেবিশিং পাড়া এলাকায় তাঁরা এই অভিযান পরিচালনা করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

শুভ কাজে সবার পাশে

যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে ঢাকা কলেজে বিতর্ক প্রতিযোগিতা

    টাঙ্গাইলে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনার
শেয়ার
যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে ঢাকা কলেজে বিতর্ক প্রতিযোগিতা
যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে গতকাল ‘এসো যুক্তিতে আলোকিত হই’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : কালের কণ্ঠ

 যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে এসো যুক্তিতে আলোকিত হই শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা : যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার আয়োজনে এসো যুক্তিতে আলোকিত হই শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে ঢাকা কলেজে বিতর্ক প্রতিযোগিতাকলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিষয় ছিল পরিবেশদূষণে জনগণের অসচেতনতাই দায়ী

বিতর্ক প্রতিযোগিতায় মাহমুদুল হাসান শোভনের সভাপতিত্বে বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট ও  বাঁধনের সাবেক সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ কাজল, আবৃত্তি সংসদ ঢাকা কলেজ শাখার সভাপতি জাহিদ হোসেন ও বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. রাজীব খান। বিতর্কে সরকারি দলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন গগন ঘোষ, মন্ত্রীর দায়িত্ব পালন করেন এমদাদুল হক এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন। অন্যদিকে বিরোধী দলে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন আশিকুর রহমান আশিক, বিরোধীদলীয় উপনেতা আবু নাঈম এবং বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজমুল। সরকারি দল বলে, জনগণ সচেতন থাকলে পরিবেশদূষণ রোধ করা সম্ভব।
তাঁরা যুক্তি দেন, সবাই সবার জায়গা থেকে সচেতন থাকলে পরিবেশদূষণের কোনো আশঙ্কা থাকবে না।

অন্যদিকে বিরোধী দল বলে, সরকারের কঠোরতাই পারে পরিবেশদূষণ রোধ করতে। বিভিন্ন আইন-কানুন প্রয়োগের মাধ্যমে পরিবেশদূষণ রোধ করা সম্ভব। বিতর্ক শেষে অংশগ্রহণকারীদের  সনদ ও পুরস্কার দেওয়া হয়।

যুক্তিবোধ-বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে ঢাকা কলেজে বিতর্ক প্রতিযোগিতাটাঙ্গাইল : বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মাদকসেবীদের কাউন্সেলিং ও মাদকের ভয়াবহতা নিয়ে  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের বাগানবাড়ি পানির ট্যাংকি বাজারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগানবাড়ি সমাজপতি আতোয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেবুব ইসলাম রুমন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরাফাত রহমান, কোষাধ্যক্ষ আল আমিন ও প্রচার সম্পাদক সুজন মিয়া।

এতে ২৫ জন মাদকসেবী অংশ নেন। সেমিনারে বলা হয়, আসক্ত ব্যক্তিকে মাদক পরিহারের জন্য বাস্তবসম্মত কৌশল শেখানো হয়, যাতে সে মাদকের প্রতি আকর্ষণ অনুভব করলেও তা থেকে নিজেকে বিরত রাখতে পারে। ছোটবেলা থেকেই শিশুদের মাদকের কুফল সম্পর্কে শিক্ষা দিতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

মন্তব্য
সংক্ষিপ্ত

আরো ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুজিব পরিবারের নাম বাদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আরো ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুজিব পরিবারের নাম বাদ

শেখ মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের নামে থাকা দেশের আরো ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। এতে সই করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়।

 

মন্তব্য

বিপিএমসিএ নির্বাচনে সভাপতি মহিউদ্দিন সম্পাদক মোয়াজ্জেম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিপিএমসিএ নির্বাচনে সভাপতি মহিউদ্দিন সম্পাদক মোয়াজ্জেম

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি পদে ডা. শেখ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংগঠনটির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৫ বছরের পুরনো সংগঠনের এটিই প্রথম নির্বাচন।

 

ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বে তিন সদস্যের বোর্ড এ নির্বাচন পরিচালনা করে।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। গত সাত মেয়াদে সমঝোতার ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। এবার নির্বাচন হওয়ায় প্রায় দেড় দশক পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় বিপিএমসিএর সাধারণ ভোটাররা।

সারা দেশে বিপিএমসিএর সদস্যসংখ্যা ১১০ জন। এর  মধ্যে ৯২ সদস্য ভোট প্রদান করেন। ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির এ নির্বাচনে মহিউদ্দিন-মুকিত প্যানেল ও আফরোজা-মোয়াজ্জেম প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

বিপিএমসিএর নির্বাচিত সভাপতি ডা. শেখ মহিউদ্দিন ঢাকার আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের নির্বাহী পরিচালক।

তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আফরোজা খানম রিতা। তিনি মুন্নু মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক।

সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজের চেয়ারম্যান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক ডা. এম এ মুকিত। তিনি সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের অধ্যাপক।

মন্তব্য

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতি এবং কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

বিশেষ করে কক্সবাজারে বিএনপির ভারুয়াখালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বক্তব্যে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মব কালচার উসকে দিচ্ছে। তারা ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। সংস্কারের নামে কিছু এনজিওকর্মী এখন গণতন্ত্রপন্থী ছাত্ররাজনীতির ভেতরে বিভ্রান্তি ছড়াচ্ছে।

একের পর এক সহিংসতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।

সমাবেশে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, একটি গুপ্ত সংগঠন দেশে চক্রান্ত করে চলেছে। আমরা এ অবস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কক্সবাজারের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি করছি।

এ ছাড়া বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে দফায় দফায় হামলা চালান আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ