ঢাকার সাভারের উলাইল এলাকায় ভাড়া বাড়িতে থেকে পোশাক কারখানায় কাজ করেন এক দম্পতি। তাঁরা কর্মস্থলে থাকার সময় তাঁদের মেয়ে (৬) একাই বাসায় থাকে। এই সুযোগে গত বুধ ও বৃহস্পতিবার শিশুটিকে ধর্ষণ করেন এক প্রতিবেশী। এমন অভিযোগে সাভার থানায় মামলা করেছে শিশুটির পরিবার।
সাভারে পর পর দুই দিন ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
- বিভিন্ন স্থানে আরো পাঁচজনকে নিপীড়নের অভিযোগ
কালের কণ্ঠ ডেস্ক

আরো চার জেলায় বিভিন্ন সময়ে কিশোরীসহ দুজনকে ধর্ষণ ও দুজনকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত ২৪ এপ্রিল সংঘবদ্ধ ধর্ষণে এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে থানায় গত শুক্রবার মামলা করেছেন তার মা। পরে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভারের ঘটনায় অভিযুক্ত ইব্রাহীম খলিল ওরফে খলিলউল্লাহকে (২২) শুক্রবার রাতে উপজেলার সাভারের নালিয়াশুর এলাকার জমির আলীর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই থানায় ধর্ষণ মামলা করা হয়। খলিল সিরাজগঞ্জের শাহজাদপুর থানার শিবপুর গ্রামের মৃত জাকিরুল ওরফে জাকির হোসেনের ছেলে। মামলার এজাহারের তথ্য মতে, প্রথম দিন সন্ধ্যায় শিশুটিকে তাদের বাসার গোসলখানায় ধর্ষণের পর ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেন খলিল।
তরুণীকে আটকে রেখে ধর্ষণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত ২৪ অক্টোবর সন্ধ্যায় এক তরুণী (১৬) দোকান থেকে মালপত্র কিনে বাড়ি ফিরছিল।
শ্রীনগরে ৯৯৯ নম্বরে ফোন, আটক ২
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বেজগাঁও গ্রামে গত মঙ্গলবার রাতে এক নারী (২০) ধর্ষণের শিকার হন বলে অভিযোগ। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে শ্রীনগর থানার পুলিশ ধর্ষণে অভিযুক্ত ও তাঁর সহায়তাকারীকে আটক করেছে। তাঁরা হলেন পশ্চিম বেজগাঁওয়ের বাসুদেবের ভাড়াটিয়া ধর্ষণে অভিযুক্ত জরিপ আলী (২৪) ও সহায়তাকারী অটোচালক রফিকুল ইসলাম (২২)।
নন্দীগ্রামে তরুণীকে ধর্ষণের চেষ্টা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে বুধবার রাতে এক তরুণীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে আল আমিন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌদীঘি গ্রামের অমেদ আলীর ছেলে। এ ঘটনায় তরুণীর বাবা বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]
সম্পর্কিত খবর

উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে কিছুদিন
নিজস্ব প্রতিবেদক

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কিছুদিনও দেশে বৃষ্টি কম থাকতে পারে। তবে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হবে প্রতিদিনই।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি কিছুদিন কম থাকবে। তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে।
নাজমুল হক জানান, বৃষ্টি কম থাকার সম্ভাবনা থাকায় আগামী কিছুদিন সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তা খুব বেশি বাড়বে না।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির অনেক মালপত্র পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে এ তথ্য দেন ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন।

দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ অভিযোগ গঠন করেন। তবে জামিনে থাকা আসামি সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, আসামি সম্রাট অসুস্থ।
সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শিক্ষাঙ্গন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সপ্তম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নিয়াজ জামান। আরো বক্তব্য দেন ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য ড. শামস রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম (অব.) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
।