kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

নড়াইলে গলা কেটে শিক্ষক হত্যার প্রতিবাদ

নড়াইল প্রতিনিধি   

৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনড়াইলে কলেজ শিক্ষক অরুণ রায়কে (৭২) গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার ব্যানাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, গত এক সপ্তাহেও মর্মান্তিক এ হত্যাকাণ্ডের কোনো জট খোলেনি। দ্রুত এ মামলার আসামিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।

তুলারামপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অসিত কুমার মল্লিকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন নিহতের স্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) খুলনার উপপরিচালক এবং মামলার বাদী নিভা রাণী পাঠক, নিহতের ভাই কলেজ শিক্ষক স্বপন রায়, অধ্যক্ষ (অব.) বিপ্লব সেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, কলেজ শিক্ষক নিখিল আঢ্য, নিখিল পাঠক, রমেশ চন্দ্র অধিকারী, স্বপন অধিকারী, বিপুল বিশ্বাস প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা