kalerkantho

শুক্রবার। ১৯ অগ্রহায়ণ ১৪২৭। ৪ ডিসেম্বর ২০২০। ১৮ রবিউস সানি ১৪৪২

ইসলামিক ফাউন্ডেশন

ঈদে মিলাদুন্নবীতে ১৫ দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক   

২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী নানা কর্মসূচি পালন করবে ইসলামিক ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার ফাউন্ডেশনের বায়তুল মোকাররম মিলনায়তনে কর্মসূচি উদ্বোধন করা হবে।

গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

এবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ভার্চুয়ালি বিভিন্ন ইসলামী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিশেষ ছাড়ে ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রি করা হবে।

মন্তব্য