kalerkantho

বুধবার । ১৩ মাঘ ১৪২৭। ২৭ জানুয়ারি ২০২১। ১৩ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

মেয়র আতিক ও স্ত্রী-কন্যা করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক   

২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম করোনামুক্ত হয়েছেন। তাঁর স্ত্রী ডা. শায়লা শাগুফতা এবং কন্যা বুশরা ইসলামের করোনা নমুনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। ডিএনসিসির জনসংযোগ বিভাগ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, গতকাল দুপুরে স্ত্রী ও কন্যাকে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ত্যাগ করেছেন মেয়র আতিক। করোনায় আক্রান্ত হয়ে গত ১২ অক্টোবর সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ নেওয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। হাসপাতালের চিকিৎসকসহ অন্য কর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। মেয়র আতিক কালের কণ্ঠকে বলেন, ‘করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও শরীরে অনেকটা দুর্বলতা রয়ে গেছে। পুরোপুরি সুস্থ হতে আরো দুই সপ্তাহের মতো সময় লাগবে।’ তিনি জানান, স্ত্রী-কন্যাসহ তাঁর পরিবারের ২৫ জন সদস্য কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর সুস্থ হয়ে সবাই বাসায় ফিরেছেন।

 

মন্তব্যসাতদিনের সেরা